• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল(এএজি) হলেন মোখলেছুর রহমান

নিজস্ব প্রতিবেদক : / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের আইনজীবী এডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাবু। সুপ্রীম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল (জিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মোঃ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।
‎বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী এডভোকেট মোঃ মোখলেছুর রহমান সহকারী অ্যাটোর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার বাবা, মা, তার পরিবারের সকল সদস্যসহ লালমনিরহাট জেলার সাধারণ জনগণ। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক ভোরের আলো পত্রিকার পরিবার ও লালমনিরহাট জেলা বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি ও আইনজীবীগণ। নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাবু। এটা লালমনিরহাট জেলার জন্য অত্যন্ত আনন্দের বার্তা। মোখলেছুর রহমান বাবু ২০১৩ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ২০১৭ সালে হাইকোর্টের আইনজীবী সদস্য পদ লাভ করেন। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল আজিজ এর কৃতি সন্তান। তিনি বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্ব সহিত পাশ করে ঢাকার সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি ও মাষ্টার্স অব ল(এলএলএম) শেষ করে ওকালতি শুরু করেন।
‎অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, বিজ্ঞ আইনজীবী মোখলেছুর রহমান বাবু একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত হবে।


More News Of This Category
bdit.com.bd