• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

বিশেষ প্রতিনিধ  তারেক  রহমান ফয়সাল / ৫৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধ  তারেক  রহমান ফয়সাল

১৬ অক্টোবর মনোনীত প্রার্থীদের সভা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশত আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দলটি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম সমাপনান্তে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর ১ম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চুড়ান্ত করা হয়।মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের ১ম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্ত করণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন‍্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd