• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

‎পাটগ্রামে সার সিন্ডিকেটের দৌরাত্ম: ৯ হাজার বস্তা সারের ভবিষ্যৎ অনিশ্চিত

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত মূল্য আদায় এবং সীমিত সরবরাহ দেখিয়ে কৃষকদের জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের দাবি, সরকারি নির্ধারিত দামে সার পাওয়ার কথা থাকলেও বাজারে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। এতে উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি সময়মতো সার না পেয়ে ফসল উৎপাদনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
‎একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দাম ১৩৫০ টাকা হলেও দোকানে গিয়ে ১৯৫০ থেকে ২৩৫০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। না দিলে তারা সার দেয় না। কৃষকদের অভিযোগ—বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় সিন্ডিকেটের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলছে। এতে সাধারণ কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে, পাটগ্রামে গত ২৬ অক্টোবর ৯ হাজার ১শত বস্তা সার জব্দ করা হলেও এর প্রকৃত হিসাব কীভাবে মেলানো হবে-তা নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, এসব জব্দকৃত সারের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছ হিসাব নিশ্চিত না হলে সার সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযান ‘কাগজে-কলমে’ সীমাবদ্ধ হয়ে পড়বে।
‎ভুক্তভোগী কৃষকরা দ্রুত কঠোর মনিটরিং, বাজার নিয়ন্ত্রণ এবং জব্দ সার স্বচ্ছতার সঙ্গে সরকারি চ্যানেলে সরবরাহের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা-সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে ন্যায্যমূল্যে সার পাওয়া নিশ্চিত হবে এবং কৃষিকাজ স্বাভাবিকভাবে চলতে পারবে। পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান বলেন গত ২৬ অক্টোবর ২০২৫ ইং এ গোডাউনে মজুদ করা সার জব্দ করা হয়।  সার জব্দ করে গোডাউনে মজুদ রেখে সরকারি ভাবে তালা দিয়ে রাখা হয় এবং এসব সার কৃষকদের মধ্যে বিক্রয়ের জন্য ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭  সদস্যের কমিটি গঠন করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কমিটির সদস্যদের সাথে নিয়ে সার ডিলাররা সাধারণ কৃষকদের মধ্যে সার বিক্রয় করবেন।
‎‎এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন মোবাইল কোর্ট বসিয়ে ৭ জন ডিলারের জরিমানা করা হয়। এসব ডিলারকে ২০ হাজার ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয় ও সারের গোডাউনে তালা দিয়ে রাখা হয়। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে ৮ টি ইউনিয়ন কমিটি ও পৌর কমিটির সদস্যদের মাধ্যমে সার বিক্রয় করার ব্যবস্থা করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd