• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার টঙ্গীতে প্রতিবন্ধী কর্মজীবী নারীর মৃতদেহ উদ্ধার আটক -১। চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা, মতিউরের পরিবার বলছে ‘ষড়যন্ত্র গাজীপুরে সহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২ কতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ আসামী গ্রেফতার  ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ গাজীপুরে শিক্ষা অফিসার আব্দুস সালামের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলার রায়: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস পেল স্ত্রী-সন্তানসহ ৩ জন

সাংবাদিকের উপর হাম’লা করলো সাতক্ষীরার কাচ্চি ডাইনের স্টাফরা

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের উপর হামলা করেছে কাচ্চি ডাইনের স্টাফরা।

এতে মারাত্মক আহত হয়েছেন ওই ফটো সাংবাদিকরা।

আজ মঙ্গলবার বেলা ১ টার কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আর টিভির মামুন।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন “কাচ্চি ডাইনে” আউটলেটে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এসময় “কাচ্চি ডাইন” এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের কিচনে নোংরা পরিবেশ থাকায়, মার্কাস এপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদের কে প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভুক্তভোগী এস,এ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কর্মচারীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, আর টিভির মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদেরকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd