• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমিনুল ইসলাম এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ-এর গাজীপুর জেলার নতুন নেতৃত্ব ঘোষণা গাজীপুর টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক গাজীপুর কোনাবাড়িতে কলাগাছের নিচে থেকে ১০৪ রাউন্ড গুলি উদ্ধার গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক এনসিপি নেতার বাইক ২৪ ঘণ্টায় উদ্ধার, দুই মাসেও উদ্ধার হয়নি সাংবাদিক রুবেলের বাইক

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি:

 
ক্রয়দশজাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। সভায় নির্বাচনের সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোটকেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট। সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।


More News Of This Category
bdit.com.bd