গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কলাগাছের নিচ থেকে ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জয়েরটেক পূর্বপাড়া এলাকার মামুনের ভিটি জমি থেকে এসব গুলি ও ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।রোববার গণমাধ্যমে পাঠানো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কলাগাছের নিচ থেকে ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মৌচাক আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আবির আরমান নূর। পরবর্তীতে পুলিশের সহযোগিতা চাওয়া হলে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনাবাড়ী থানার জিডি নম্বর–৪৫৩ (তারিখ: ০৯/০১/২০২৬ ইং) মূলে সেনা সদস্যদের দেখানো ও উপস্থাপিত আলামত পরিত্যক্ত হিসেবে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়।