গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ হাসিনুর রহমান মিলন সোমবার এ নোটিশ জারি করেন। অভিযোগে বলা হয়েছে, মো. মজিবুর রহমান বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে দলের প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর ওরস মাহফিলে, ৯ জানুয়ারি স্বপ্নগাঁছা নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসব অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে ভোট চান এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রচারণামূলক বক্তব্য লাইভ সম্প্রচার করা হয়। পাশাপাশি নিয়মিতভাবে নির্বাচনি প্রচারণামূলক কনটেন্ট প্রকাশের অভিযোগও রয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মো. মজিবুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনি আইন লঙ্ঘিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।