দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (Volunteer for Bangladesh)-এর গাজীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ শাকিব হাসান সজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকিয়া আক্তার ঊর্মী দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর জেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি: সাইদ আফ্রিদি, কোষাধ্যক্ষ: ফাহাদ ফয়সাল দ্বীপ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: অমিত হাসান, মানবসম্পদ কর্মকর্তা: সীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা: মেহেরুন মৃধা। সাধারণ সম্পাদক জাকিয়া আক্তার ঊর্মী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। গাজীপুর জেলার তরুণদের স্বেচ্ছাসেবায় আরও সক্রিয় ও সচেতন করে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের নেতৃত্বে প্রস্তুত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ”তিনি আরও বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে গাজীপুর জেলা শাখাকে আরও শক্তিশালী ও উদাহরণযোগ্য একটি ইউনিট হিসেবে গড়ে তোলা সম্ভব।” ভলেন্টিয়ার ফর বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্বের হাত ধরে গাজীপুর জেলায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।