গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কোনাবাড়ী থানা বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কোনাবাড়ী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের নেতৃত্বে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বাবুল হোসেন বলেন, “গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সরকার, থানা যুবদলের সভাপতি আজিজুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী।উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত হোসেন সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ‘চাঁদা নেওয়া’ সংক্রান্ত একটি ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাটি গাজীপুরে আলোচনার জন্ম দেয়। তবে শওকত হোসেন সরকারের সমর্থকদের দাবি, ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে। তাদের ভাষ্যমতে, ওই সময় তিনি নিজের গাড়ি বিক্রির টাকা লেনদেন করছিলেন এবং সেই দৃশ্যকেই ভিন্নভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।








