• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের বদলি, নিয়োগ পেলেন আজাদ জাহান

নিজস্ব প্রতিবেদক : / ১১৫ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজাদ জাহান। তিনি বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফীনের স্থলাভিষিক্ত হলেন। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।গাজীপুরের নতুন জেলা প্রশাসক মো. আজাদ জাহান এর আগে ভোলা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। মো. আজাদ জাহান ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মজীবনে তিনি এর আগে কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব পদেও দায়িত্ব পালন করেছেন। মো. আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার নিজ জেলা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়।উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একই প্রজ্ঞাপনে ঢাকা ও গাজীপুরসহ দেশের মোট ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং ৯ জন নতুন কর্মকর্তাকে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd