• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

জনশূন্য সদরঘাট: ফাঁকা লঞ্চ, নিস্তব্ধতায় মোড়ানো ঘাট এলাকা

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন / ১৮২ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন

সদরঘাট, ঢাকা: রাজধানীর অন্যতম ব্যস্ততম এবং প্রাণচঞ্চল নৌঘাট সদরঘাট আজ ছিল একেবারে ব্যতিক্রমী রূপে। যেখানে প্রতিদিন হাজারো যাত্রী দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে লঞ্চযোগে যাত্রা করে, সেখানে আজ ঘাটজুড়ে ছড়িয়ে ছিল নিস্তব্ধতা আর শুনশান নীরবতা। ঘাটে নোঙর করে থাকা লঞ্চগুলো যেন সময়ের গহ্বরে আটকে গেছে। সাধারণত যেখানে গমগম করে চারপাশ, আজ সেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো হাঁকডাক। জনমানবহীন লঞ্চ আর ফাঁকা ঘাট এলাকাটি যেন এক বিষণ্নতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে।স্থানীয় লঞ্চ শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাময়িক যাত্রী সংকট, প্রতিকূল আবহাওয়া কিংবা কর্তৃপক্ষের বিশেষ কোনো নির্দেশনার ফলেই এমন চিত্রের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ঈদ বা জাতীয় কোনো ছুটির সময়েও সদরঘাট এতটা ফাঁকা দেখা যায় না।প্রতিদিনের চেনা দৃশ্যের এমন হঠাৎ পরিবর্তনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এই নীরবতা কি শুধুই সাময়িক, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ?সদরঘাটে যাদের প্রতিদিনের যাত্রা, যাদের জীবিকা জড়িয়ে আছে এই ঘাটকেন্দ্রিক কর্মজীবনের সঙ্গে, তাদের কাছে এই দৃশ্য কেবল অচেনা নয়, বরং অনেকটাই অস্বস্তিকর। জনসমাগমের চাপে হাঁপিয়ে ওঠা মানুষও আজ যেন এই নিস্তব্ধতার মাঝে খুঁজে পাচ্ছেন এক ধরনের শূন্যতা।


More News Of This Category
bdit.com.bd