• শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ

গাজীপুর প্রতিনিধ : / ২১ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধ :

গাজীপুর সিটি কর্পোরেশন এক সাহসী ও জনমুখী অভিযানে টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তি উচ্ছেদ করেছে। দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের মাধ্যমে কর্পোরেশনের প্রায় ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার, সরফ উদ্দিন আহমেদ অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, “উদ্ধারকৃত জমিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। এটি শুধু অবৈধ দখলদারিত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক সূচনার যাত্রা। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।” সিটিকর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেয়া হচ্ছে। বুধবার (৭ এপ্রিল) ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মোঃ জহিরুল ইসলাম। সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মোঃ সোহেল রানা; তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল), সুদীপ বসাক; টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, মুঃ আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানীয়দের মতে, এই অভিযান শুধু জমি উদ্ধার নয়, বরং একটি জনবান্ধব ও উন্নয়নমুখী প্রশাসনের জেগে ওঠা। তারা একে গাজীপুর সিটি কর্পোরেশনের সদিচ্ছা, জনকল্যাণ ও সাহসী নেতৃত্বের প্রতিফলন বলে উল্লেখ করেন।


More News Of This Category
bdit.com.bd