বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ফারজানা জেসমিন তন্নী বলেন, তাদের কেনা জমিতে বাসাবাড়ি ও দোকানপাট নির্মাণ করে বহু বছর ধরে ভোগ দখলে রয়েছেন। গত ৩ মে উত্তর বিলাশপুর এলাকার অসীত সাহার নেতৃত্বে ৭০-৮০ জন দা, ছুরি, লোহার রডসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাসাবাড়ি ও দোকানপাটে হামলা চালায়। এ সময় ভাঙচুর করে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।
ফারজানা জেসমিন তন্নী বলেন, ‘হামলা–ভাঙচুরের প্রতিবাদ করলে অভিযুক্তরা আমাদের খুন, জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেয়। এ ঘটনায় অসীত সাহাসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, সদর থানা ও জয়দেবপুর বাজার কমিটি বরাবরে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার দুপুরে ফের হামলা করে বসতভিটা ভাঙচুর করেছে। এক পর্যায়ে তারা আমাদের জমিজমা, বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় এবং ১০ লাখ টাকা চাঁদাও দাবি করে।’ সংবাদ সম্মেলনে ফারজানা জেসমিন তন্নী আরও বলেন, ‘হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ায় পরিবারের লোকজনের জানমাল ও বাসাবাড়ি, দোকানপাট নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি। নিজেদের বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য সবার সহযোগিতা কামনা করছি আমরা।’এ ব্যাপারে অভিযুক্ত অসীত সাহা বলেন, ‘বিরোধপূর্ণ জমিটি আমাদের কেনা সম্পত্তি।’গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তিপূর্ণ অবস্থানের জন্য উভয়পক্ষের লোকজনকে বলা হয়েছে।’