জোবায়ের হোসেন ইফতি :
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী, গাজীপুরের মাটি ও মানুষের নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ২৮ এপ্রিল তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করতে নেয়া হয়েছে নানা কর্মসুচী। অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন। একের পর এক মিথ্যা ও রাজনৈতিক হয়রানী মূলক মামলায় গ্রেফতার ও কারাবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিৎিসাধীন ছিলেন। তিনি আলহাজ্ব অধ্যাপক এম.এ. মান্নান অথবা মান্নান স্যার নামে বেশি পরিচিত ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারের প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসন মেট্রো থানা বিএনপি’র পক্ষ থেকে স্মরণসভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি তো করেছেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।