মো. রনি, বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধনবাড়ীর হাট-বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য কেনার হিড়িক পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, এ বছর বেচা-কেনা ভালো হওয়ায় তারা সন্তুষ্ট।
রমজানের ২৭ তম দিন ২৮ মার্চ ( শুক্রবার )সরেজমিন ধনবাড়ী বাজারে বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ধনবাড়ী বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসছেন হাজারো মানুষ। বিশেষ করে শিশুদের পোশাকের দোকান ও জুতার দোকানগুলোতে ভিড় বেশি।
মার্কেটের স্থানীয় ব্যবসায়ীরা বলেন“গত বছরের তুলনায় এবার ক্রেতা বেশি, তাই বিক্রিও ভালো হচ্ছে। অনেক দোকানে স্টক শেষ হওয়ার পথে।” দাম বাড়তি, তবুও উৎসাহের কমতি নেই বাজারে কিছু পণ্যের দাম বেশি থাকলেও ঈদের আনন্দে তাতে তেমন প্রভাব পড়ছে না। ক্রেতা আসমা বেগম বলেন, “দাম একটু বেশি, কিন্তু ঈদের জন্য তো নতুন জামা কিনতেই হবে!”
বিক্রেতারা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে কেনাকাটা আরও বাড়বে। ধনবাড়ী বাজারের এই ব্যস্ততা ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।