• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নওগাঁয় জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগা) / ১০ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগা)

 

 

উদ্দীপনাময় পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি এবং ১২ তম বর্ষে পদার্পণের উৎসব। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওগাঁ জেলা শহরের ব্রিজের মোড়ে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারের চতুর্থ তলায় এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এম আর রকি। শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি চলে। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন। আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের নওগাঁ প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু, যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন, সাংবাদিক বেলাল হোসেন ও ,বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলার সদস্য সচিব সাংবাদিক মোকছেদুল ইসলাম, মোঃ সবুজ হোসাইন, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার নওগাঁ সদর প্রতিনিধি মোঃ কামরুল হাসান (জীবন), সাংবাদিক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, আলোকিত প্রতিদিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক রাব্বি, ছাত্র সমন্বয়ক আরমানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। পত্রিকাটির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক বলেন, “উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতার কারণে আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা যেন সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এটাই আমাদের প্রত্যাশা।”অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সময় টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের সাংবাদিক এ কে সাজু, ছাত্র সমন্বয়ক আরমান ও রাব্বিসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয় প্রথম কথা পত্রিকার এই আনন্দঘন বর্ষপূর্তির অনুষ্ঠান।


More News Of This Category
bdit.com.bd