• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ৪২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধামইরহাট উপজেলা চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইটভাটা মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রশাসনের সিদ্ধান্তে হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়ছে। তারা অবিলম্বে ইটভাটা চালু করে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, ভাটা মালিক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবদলের দুইবারের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাটা সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে, এসময় বক্তারা বলেন, “ইটভাটা বন্ধের এই সিদ্ধান্ত অমানবিক। এতে শুধু মালিকরা নয়, হাজারো শ্রমিক পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে। সরকারের প্রতি আমাদের আহ্বান, বিষয়টি পুনর্বিবেচনা করে ভাটাগুলো চালু করার অনুমতি দিন।”বক্তারা আরও বলেন, ইটভাটাগুলোর পরিবেশগত দিক ঠিক রেখে বৈধভাবে পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, যাতে পরিবেশ ও জীবিকা—দুইই সুরক্ষিত থাকে।মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


More News Of This Category
bdit.com.bd