লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করেছে ওই মামলার আসামী হাবিব মিয়া (২৬) ও তার দলবল। এ ঘটনার পর সংবাদ সংগ্রহে গেলে তিন সাংবাদিকের উপরেও হামলা করা হয়। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাবীব ওই এলাকার হাফেজ আলীর ছেলে। হামলার শিকার হওয়া আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তারা হলেন, দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত’র জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ হাবীব প্রতিবেশী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওইদিনই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী। এর কয়েকদিন পর হাবীব গ্রেফতার হয়। প্রায় এক মাস পর জেল থেকে জামিনে বের হয় হাবীব। এর প্রায় এক মাস পর শুক্রবার সকালে ওই ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামি হাবিব তার দলবল নিয়ে বাদী পক্ষের বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পরপর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই তিন সাংবাদিকদের হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। আহত সাংবাদিক ফারুক আহমেদ সূর্য বলেন, ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ির অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আমরা তিনজন সাংবাদিক তাৎক্ষণিক সংবাদ সংগ্রহে যাই। কিন্তু হামলাকারীরা আগে থেকেই জড়ো হয়ে ছিল। আমরা ভিডিও করতে গেলেই তারা আমাদের উপর হামলে পড়ে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বিধায় আমরা থানায় অভিযোগ দিয়েছি। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবি করছি সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় যাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে তারাও একটি অভিযোগ দিয়েছে, দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।