গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল জিরানী এলাকায় অবস্থিত ‘ড্রিম ল্যান্ড গেস্ট হাউজ’ এর ম্যানেজার মো. শামিম (৪৯) বিপুল পরিমাণ নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত চার মাস ধরে শামিম গেস্ট হাউজটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং হিসাব- নিকাশ, গুরুত্বপূর্ণ নথি ও মাসিক আর্থিক লেনদেন তাঁর দায়িত্বেই ছিল। গত ২০ নভেম্বর সকাল ৮টার দিকে শামিম স্বাভাবিক ভাবে কাজে যোগ দিলেও বিকাল ৪টার পর কাউকে না জানিয়ে গেস্ট হাউজ থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। পরে গেস্ট হাউজের অফিস কক্ষে গিয়ে দেখা যায়, স্টিলের আলমারির তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ৭ লাখ ২৩ হাজার ৪৬০ টাকা, গেস্ট হাউজের গুরুত্বপূর্ণ নথি, প্রতিষ্ঠানের দেওয়া দুটি বাটন মোবাইল (মূল্য প্রায় ৩ হাজার টাকা) ও একটি স্মার্টফোন (মূল্য প্রায় ৩৪ হাজার টাকা) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গেস্ট হাউজের মালিক মনির গাজী জানান, আমার আত্মীয়- স্বজন ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ করেছি যাতে আমি ন্যায বিচার পাই। কাশিমপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক ম্যানেজারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।