• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে অবৈধ কারখানায় তৈরি করছে নিষিদ্ধ যান

গাজীপুর প্রতিনিধি / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

অবৈধ কারখানা তৈরি করছে নিষিদ্ধ যান
গাজীপুর ১৪ নং ওয়ার্ড ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা তৈরির একাধিক কারখানা। এ ছাড়া গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতেও তৈরি হচ্ছে অবৈধ এসব যান।রাত-দিন এসব কারখানায় তৈরি হচ্ছে অটোরিকশা। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ছে নিষিদ্ধ এসব যান। জানা গেছে, অটোরিকশা তৈরিতে সরকারের কোনো ধরনের বৈধতা না থাকলেও অটোরিকশা কারখানার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কোনো আইনি পদক্ষেপ নেই। এতে দিনের পর দিন বেড়েই চলছে অটোরিকশা। বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রেও বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। প্রশাসনের নজরদারি না থাকায় একটি মহল অবাধে তৈরি করছে এসব যান। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অবৈধ এসব কারখানা নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে; পাশাপাশি অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এখনই সময় অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। তা না হলে অবৈধ অটোরিকশার নিচে পিষ্ট হয়ে মৃত্যুর সারি লম্বা হবে; পাশাপাশি অটোরিকশায় চার্জের জন্য বিদ্যুতেরও অপচয় হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, নিয়মের পরোয়া না করে নিজ ইচ্ছামতো তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা। সাংবাদিক পরিচয় গোপন রেখে ভেতরে গিয়ে দেখা যায়,  কর্মচারী তৈরি করছেন অটোরিকশা। প্রতিদিন এখানে অসংখ্য অটোরিকশা বিক্রি হয়। কনটেইনার ভর্তি করে অটোরিকশা নিতে দেখা যায় গ্রাহকদের। কোথাও চলছে রং করার কাজ, কোথায় চলছে সংযোজনের কাজ। লোহালক্কড়ের টুংটাং শব্দে মুখর কারখানার পুরো পরিবেশ। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারিও বিক্রি হয়।’ জানতে চাইলে ইউএনও তরিকুল ইসলাম বলেন, যত্রতত্র গড়ে ওঠা অটোরিকশা তৈরির কারখানাগুলোতে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 


More News Of This Category
bdit.com.bd