নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মোঃ এসএম রোমান তালুকদার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকা থেকে মোঃ রেহান মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রেহান মিয়া ওই এলাকার চারুলিয়া নয়াবাড়ি মোঃ রহিম খান ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলার তথ্য রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। ”স্থানীয় এলাকাবাসী জানান, রেহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাকে আটক করায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা