বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মিছিল। আজ বাদ আসর সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই মিছিল শুরু হয়ে মৌচাক অতিক্রম করে কোনাবাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের বিশাল জনসমুদ্র। মিছিলের পুরো পথজুড়ে মুখর ছিল স্লোগানে স্লোগানে— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”,”ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা”,”জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”,”আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই”,”আল-আকসার মিনার ডাকে, মুসলিম বিশ্ব জিহাদ করো”—এমন নানা শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সফিপুর ও আশপাশের এলাকা।মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের নীরব ভূমিকাকে কঠোরভাবে সমালোচনা করেন। বক্তারা বলেন, “ফিলিস্তিন কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি আমাদের ঈমানের অংশ। ফিলিস্তিনে ইসরায়েল যে নির্মম আগ্রাসন চালাচ্ছে, তা একটি ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে এখনই বিশ্ব বিবেকের জেগে ওঠা জরুরি।” তারা আরও বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের দাবি। আল-আকসা মসজিদের মিনার আমাদের ডাকছে, এটি শুধু ফিলিস্তিনের নয়, সমগ্র মুসলিম উম্মাহর আত্মার প্রতীক।” উক্ত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামী সংগঠন এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করেন। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা, প্রতিবাদ ও প্রতিরোধের এই মহান উচ্চারণ সফিপুরবাসীর বিবেক ও মানবিক চেতনার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।