গাজীপুর প্রতিনিধি :
গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজীপুর ক্রাইম নিউজ নামে ভুয়া আইডি থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান (আনিছ মন্ডল ) এর এডিট করা ছবি দিয়ে শিরোনামে ফেসবুক পোস্ট করে মিথ্যা গুজব ছড়াচ্ছে এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ লিপিতে বলেন আমার বিরুদ্ধে যে বা যাহারা সোস্যাল মিডিয়ায় ভুয়া আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে তারা যদি সত্যি প্রকাশ করার সাহস না থাকে তা হলে কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিকনা। আমি বিএনপির দুঃসময়ে যদি না থাকতাম, পালিয়ে থাকতাম, তা হলে হয়তো এসব গুজব করলে মানুষ মেনে নিতো। আমি ও আমার পরিবারের সকলেই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালবেসে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দিকনির্দেশনা মেনেই বিএনপির রাজনীতি করছি। বাকি জীবন বিএনপির বিপদেআপদে, সুসময়, দুঃসময়ে পাশে থাকাবো ইনশাআল্লাহ।
আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।