• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্রধারী সন্ত্রাসীদের  ব্রাশফায়ারের নির্দেশ রাজধানীতে আবারও বাসে আগুন বিএনপির প্রার্থী ঘোষণায় তীব্র সংকটে নাটোরের দলীয় রাজনীতি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস মধ্যরাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক গাজীপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে, কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার আসর গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা সেই পুলিশ কমিশনার বরখাস্ত বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা গাজীপুরের পূবাইলে ভূমিদস্যু মোঃ আলম শিকদার ও শাহাদাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের বদলি, নিয়োগ পেলেন আজাদ জাহান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ

Reporter Name / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। চার সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে কমিটিতে আছেন আব্দুল হান্নান মাসুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমা আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনটির নেতা সার্জিস আলম এই কমিটি ঘোষণা করেন। জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে জেন-জি গুরুত্ব পাবে। রাজনৈতিক দল হিসেবে কখনোই এই কমিটি আবির্ভূত হবে না।
ফ্যাসিবাদীরা নানা ফর্মে আবার উত্থানের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফার বিষয়ে হাসনাত বলেন, অবিলম্বে ’৭২ এর সংবিধানকে বাতিল করতে হবে এবং সেই সংবিধানের জায়গায় ’২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ করতে হবে; রাষ্ট্রপতিকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে, এ সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।
তার আগে আজ বিকেল সাড়ে ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে শুরু হয় এই গণজমায়েত।


More News Of This Category
bdit.com.bd