• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন অস্ত্রধারী সন্ত্রাসীদের  ব্রাশফায়ারের নির্দেশ রাজধানীতে আবারও বাসে আগুন বিএনপির প্রার্থী ঘোষণায় তীব্র সংকটে নাটোরের দলীয় রাজনীতি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস মধ্যরাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক গাজীপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে, কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার আসর গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা সেই পুলিশ কমিশনার বরখাস্ত বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা গাজীপুরের পূবাইলে ভূমিদস্যু মোঃ আলম শিকদার ও শাহাদাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিশ্ব শিক্ষক দিবস আজ

মোঃ জসিম মিয়া, শেরপুর: / ৫৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ জসিম মিয়া, শেরপুর:

আজ রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’ উপলক্ষ্যে কর্মসূচি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখকে বিশ্ব শিক্ষক দিবস হিসেব উদযাপন করা হচ্ছে।এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও এই দিবস উদযাপন হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসি পালনের অংশ হিসেবে আজ সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে ১২ জন শিক্ষককে দেয়া হবে সংবর্ধনা। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাছাই করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হবে। এমতাবস্থায়, দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

 


More News Of This Category
bdit.com.bd