• শনিবার, ১০ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নওগাঁর বর্ষাইল-ঝালঘরিয়া মন্দিরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা থানায় মামলা

উজ্জ্বল কুমার সরকার,জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১৩ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামে জমা-জমি সংক্রান্তের জের ধরে একটি পারিবারিক মন্দিরে  অগিসংযােগ করেছে প্রতিপক্ষরা। গত (৮এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার বর্ষাইল গ্রামের ঝালঘরিয়া পাড়ার মৃত শান্তি নাথ  ঘােষের ছেলে নারায়ন চন্দ্র ঘােষের পারিবারিক মন্দিরে অগ্নিসংযােগের ঘটনাটি ঘটে।বুধবার(৯এপ্রিল) বিকেলে নারায়ন চন্দ্র ঘােষ ৫ জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন,এলাকার মৃত বিশা মন্ডলের ছেলে বাবু হােসেন ও তার ছােট ভাই রবিউল হােসন। রবিউল হােসনের ছেলে মারুফ হােসন ও বাবু হােসনের ছেলে ইসন হােসেন এবং এহসান হােসন।অভিযাগ সূত্রে জানা যায় দীর্ঘ দিন  ধরে আমার ভােগ দখলী সম্পত্তি উল্লেখিত আসামীরা জাের পূর্বক জবর দখলের চেষ্টা করে আসছে।ওই সম্পত্তিতে আমার একটি পারিবারিক মন্দির রয়েছে। মন্দিরটি সরানাের জন্য নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনার দিন(৮এপ্রিল) বিকল ৪টার দিকে আমার দখলীয় জমিতে প্রতিপক্ষের ৪-৫জন এসে গাছ ও বাঁশ কটে বেড়া দিয়ে মন্দিরটি ঘিরে নেয়। এরপর সন্ধ্যাসাড়ে ৬টার সময় মন্দিরে আগুন লেগে দিয়ে প্রতিপক্ষরা পালিয়ে যায়।নওগাঁ সদর মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,এ ব্যাপারে দুই পক্ষ দুটি আলাদা আলাদা অভিযােগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd