• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান উপদেষ্টাগণ পরিচালনা করতে পারবেন বলে মনে হচ্ছে না। নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃকানিস ফারহানা অবহেলা !!! নওগাঁয় জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উদযাপন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা রামগঞ্জে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধ ও এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার জেলা প্রশাসক আফিয়া আখতার মোহনপুর উপজেলা  পরিদর্শন করে ও  প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করে বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে গাছ ফেলে ডাকাতি, জঙ্গলে বেঁধে রেখে গেল দুর্বৃত্তরা টহল পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলো যাত্রীরা নওগাঁয় প্রবীণ সাংবাদিক মাসুদুর রহমান রতনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত চাঞ্চল্যকর কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ দীর্ঘদিন ধরেই ছয় দফা দাবিতে নওগাঁ মুক্তি মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল

নওগাঁয় কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ / ১০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে নওগাঁয় ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। এর আগে গতকাল (১৯ মার্চ) বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে শহরের মুক্তির মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা। শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতী খাতুন বলেন, এইচএসসি পাস করে যদি মামা থেকে মাস্টার হওয়ায় যায় তাহলে তো আমাদের এতো কষ্ট করে ডিপ্লোমা করার কোনো প্রয়োজন নেই। আমাদের মা বাবারা প্রতি সেমিস্টারে আমাদের পিছনে এতো হাজার হাজার টাকা খরচ করছেন কীসের জন্য? এইচএসসি পাস করে তারা যদি এতো বড় বড় পদ পায় তাহলে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে রিকশা চালানো ছাড়া কোনো উপায় নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে ঢাকায় লংমার্চ করবোআরেক শিক্ষার্থী মাহিন হাসান বলেন, ২১ সালে নন টেকনিক্যাল থেকে বিতর্কিত ভাবে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে। যারা শুধু ল্যাবের লাইট ফ্যানের সুইজ বন্ধ করা ছাড়া কিছুই করতে পারে না। একটি রায়ের মাধ্যমে ৩০ শতাংশ নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি আমাদের সঙ্গে এক প্রকারের বৈষম্য করা হচ্ছে। আমরা চাই আমাদের দাবি যেন দ্রুতই বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, তাদের দাবিগুলো শুনেছে। দাবিগুলোকে যৌক্তিক মনে হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে।


More News Of This Category
bdit.com.bd