• শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্টাফরিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে শিপন মিয়া (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যাবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

একই ইউনিয়নের কান্দানিয়া উল্লারচালা গ্রামের আবু তাহেরের ছেলে শিপন মিয়াকে সোমবার সন্ধ্যায় ফোন করে পার্শ্ববর্তী গ্রাম বন্যাবাড়ি এলাকায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যায় কিশোর নাইম (১৭)। মেলায় যাবার পথে তর্কবিতর্ক হয় কিশোরগ্যাং দলের সদস্যদের সাথে। রাতে মেলায় মঞ্চ নাটক চলাকালে শিপনের উপর হামলা চালায় কিশোর গ্যাং ইমান (১৭)সহ ৫/৭ জন।

গুরুতরবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিপনের। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩ জন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, শিপন মিয়া ত্রিশাল উপজেলার মুক্ষপুর আকিজ সিরামিক্স কোম্পানিতে কাজ করে। সোমবার বিকালে কাজ শেষ করে বিকালে বাড়ি আসেন। সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ফোন করে মেলায় নিয়ে যায় কিশোর নাইম।

গত শনিবার কান্দানিয়া উল্লারচালা গ্রামের মাহিম (১৬) নিজের ভ্যানগাড়িতে শিপনসহ তিন কিশোর বন্ধুকে নিয়ে বন্যাবাড়ি এলাকায় ঘুরতে যায়। এসময় তাদের সাথে কিশোর গ্যাংয়ের প্রধান ইমান কুটুক্তিমূলক কথাবার্তার অভিযোগ তুলে তর্কবিতর্কে জড়িয়ে পরে।

একদিন পর সোমবার সন্ধ্যায় ইমানের বাড়ি পাশদিয়ে শিপনসহ তার বন্ধুরা বন্যাবাড়িতে বৈশাখী মেলায় যাবার সময় আবারও কথাকাটাকাটি হয় দুই কিশোর দলের মধ্যে। রাত দশটার দিকে মেলার পাশেই লাঠিসোটা নিয়ে শিপনের উপর কিশোর গ্যাং দলের সদস্য ইমান গংরা হামলা করে। এসময় শিপনের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। গুরুতরবস্থায় রাতে মচিমহায় ভর্তি করলে, সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দুই গ্রুপের সবাই কিশোর, তারা এলাকায় নানা ধরনে অপরাধমূলক কর্মকাণ্ড করে।

মা আকলিমা খাতুন বলেন, ত্রিশাল আকিজ কোম্পানিতে কাজ শেষ করে বিকালে বাড়ি আসে শিপন। সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে মেলার কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। যারা আমার ছেলেকে খুন করল তাদের ফাঁসি চাই।

বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিনুর মল্লিক জীবন।

ফুলবাড়ীয়া থানার ওসি মোহা. রাশেদুজ্জামান বলেন, পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার রাতে শিপনের উপর হামলা করে একদল কিশোর। চিকিৎসারতবস্থায় সে হাসপাতালে মরা যায়। এ হত্যাকান্ডের ঘটনায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd