নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা ও ইউনিট অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা হোন্ডা রোড মাজার বস্তি ইউনিট কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কার্যালয় সংলগ্ন এলাকা থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে টঙ্গী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ইউনিট কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম কিরণ। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক মোঃ বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম (কালা), মহানগর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম লিটু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন মন্ডল ও সাবেক আহ্বায়ক মোঃ ইসমাইল শিকদার বসু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাহাবুদ্দিনসহ স্থানীয় বিএনপি কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকত হোসেন সরকার বলেন, “আমরা দীর্ঘদিন নির্যাতিত-নিপীড়িত ছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ।” আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে আগত অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।