নিজস্ব প্রতিবেদনঃ-
গাজীপুরে ১৮/০৮/২৫ ইং আনুমানিক দুপুর ২.৩০ মিঃ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে মাদক ব্যবসায়ী সজিব ও তার ভাই সেলিম হত্মার হুমকি দেয়। প্রায় এক থেকে দেড় মাস আগে গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ডের আদেপাশা মহল্লার নাভানার মোড় সংলগ্ন কাজী অফিসের পাশে সজীব ও তার ভাই মাদক বিক্রি করা অবস্থায় সাংবাদিক মনজুর আলম সরকার তার ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মনজুর সরকারকে নাভানার মোড়ে সজিবের বাসার কাছে আহম্মদ এর বাডির চায়ের দেকান থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীর নিউজ করার প্রতিবাদে সামনাসামনি হত্যার হুমকি দেয় সজীব এবং তার বড় ভাই সেলিম এক পর্যায়ে সজিব তার পেছনে ছুরি দেখিয়ে বলে আমার নামে মামলা আছে ৮ টি তোর মতো সাংবাদিক কে মারলে মামলা না হয় আরেকটি হবে তাতে আমার কোন সমস্যা নেই । ইতিমধ্যে আশেপাশের লোকজন চলে আসে এবং তারা বলে ওনার সাথে কেন এমন হুমকি ধামকি ও খারাপ ব্যবহার করতেছ এই সজীব সেলিম তোমরা চলে যাও আর সাংবাদিক ভাই আপনিও চলে যান তখন সজিব বলে আজকে লোকজনের কারনে বেচে গেলি আরেকদিন পেলে তোকে শেষ দিয়ে আরেকটা মামলা খাব এই বলে সজিব ও তার ভাই সেলিম ঘটনা স্থল থেকে চলে যায়। এই উক্ত সকল ঘটনা গুলো সাংবাদিক মঞ্জুর সরকার আমাদের মিডিয়া কর্মীদের জানায় এবং বাসন থানায় এ ব্যপারে সে একটি অভিযোগ দায়ের করেছে দুজন কে আসামী করে। কিছুদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে সন্ত্রাসীরা এখন আবার মাদক ব্যবসায়ীরা সাংবাদিক মনজুর সরকারকে মেরে ফেলবে হুমকি দিয়েছে তাই আমরা মিডিয়ার কর্মীরা ঘটনাটি নিয়ে শঙ্কিত তাই আমাদের মিডিয়া কর্মীদের দাবি সাংবাদিক মনজুর সরকারকে যে মাদক ব্যবসায়ী সজীব ও তার ভাই সেলিম হুমকি দিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক।