• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ৮৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও বানানোর সময় চলন্ত ট্রেনের ধাক্কায় নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ এলাকার শামসুল হকের ছেলে।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় নুরুল ইসলাম ট্রেনের পাশে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এসময় অসাবধানবশত চলন্ত ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তার মাথা ও হাতে মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd