• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে অপহৃত নাবালিকাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : / ১৮৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের পূবাইল এলাকা থেকে অপহরণের শিকার এক অপ্রাপ্তবয়স্ক নাবালিকা শিক্ষার্থীকে টঙ্গী এলাকায় নিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো এজাহারভুক্ত প্রধান আসামি সিয়াম আল হাবিব খান। রোববার  ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় মামলা দায়ের করেছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিরের বাজার ফ্লাইওভারের নিচ থেকে আসামি সিয়াম আল হাবীব খান (২২)-কে গ্রেফতার করে। থানা সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর আসামিকে পূবাইল থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়। মামলা সুত্রে জানা যায়,  ৪ আগস্ট পূবাইলের মাজুখান এলাকা থেকে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে দীর্ঘদিন আটক রেখে ধর্ষণ করে আসামি সিয়াম। ভুক্তভোগী এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে অবস্থান জানালে অভিভাবকেরা তাকে উদ্ধার করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে প্রধান আসামি সিয়ামকে গ্রেফতার করে পুলিশ। পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম  জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd