গাজীপুর প্রতিনিধি :
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিতপ্তরের গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার নতুন কমিটি অনুমোদি হয়েছে। এতে আ্যাড. মু. আতিকুর রহমার ভুঞাকে সভাপতি ও মো. মাশহুদুর রহমান সাজেদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩ বছরের জন্য সম্প্রতি নতুন এই অনুমোদন করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এস. এম. আনোয়ারুল করিম। কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি নুর আক্তার বেগম, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ আ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী ও মো. আক্তারুজ্জামান। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালীঞ্জের একটি রেষ্টুরেন্টে নতুন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সকল সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এ সময় সংগঠনের সাধারণ সদস্য মো. খোকন মিয়া, রাসেল মিয়া ও সৈয়দা সেলিনা পারভীন রত্না উপস্থিত ছিলেন।এদিকে, ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্য উপদেষ্টারা হলেন মো. মুর্শিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুনির উদ্দীন আহমেদ, নাইম এস আহমেদ, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিঃ মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান।