• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ইপিজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:আলমগীর হোসেন / ১১১ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:আলমগীর হোসেন

 

গাজীপুরে বসবাসরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ইপিজেট (EPZ) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দগঞ্জ থেকে আসা শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী ও ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উদ্যোগে গোবিন্দগঞ্জে ইপিজেট স্থাপনের ঘোষণা দেওয়া হয়, যা ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এ প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।” বক্তারা আরও বলেন,সরকারের উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদানকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সরকার ঘোষিত ইপিজেট দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত গণমানুষ সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শেষে, একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


More News Of This Category
bdit.com.bd