সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (তারিখ ১৯-৫-২০২৫ ) সকালে গাজীপুরের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”। এ কর্মসূচিতে গাজীপুরসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা আজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি এবং পুলিশ তদন্ত ছাড়া মামলা না নেওয়া ও হয়রানির শিকার করা তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে বক্তৃতা দেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। এ অবস্থার দ্রুত অবসান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।