• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত এসকর্ট সার্ভিসের নামে প্রতারণা করে হাজারো যুবককে নিঃস্ব করছে এই শুভ গাজীপুরে জনসাধারণের প্রতি সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয় নিয়ে মতবিনিময় পাহাড়তলী থানা পুলিশের বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে গার্মেন্টস পন্য সহ ০৪ চোরাকারবারী গ্রেফতার টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে ২৫০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে ভণ্ড কবিরাজ ও আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার গাজীপুরের ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধন সম্পাদক সাইদুল ওরফ গালকাটা সাইদুল ডিবির কাছে গ্রেফতার সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি নিবন্ধনও স্থগিত, প্রথমবার ভোট থেকে ছিটকে পড়ল আওয়ামী লীগ

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের ইলাহীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় তাঁর ব্যাটারিচালিত অটোভ্যানে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তাঁর ভ্যানের সকাপ ভেঙে যায়। ফলে তিনি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বগুড়া যাওয়ার পথে রবিউল ইসলাম মারা যান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’


More News Of This Category
bdit.com.bd