চট্টগ্রাম প্রতিনিধি :
পাহাড়তলী থানার এসআই/আবদুল্লাহ আল ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৩/০৫/২০২৫ তারিখ দুপুর ১২:৩৫ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লক্সে এর দক্ষিণ মাথায় প্রাইম ব্যাংক এর বিপরীত পাশে রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে ০১টি মিনি কাভার ভ্যান, যাহার ভিতর ৭২(বাহাত্তর) বস্তা ববিনসহ সুতা, ৩৩ (তেত্রিশ) বস্তা এ্যালাস্টিক, ৩৫ (পঁয়ত্রিশ) বস্তা কাগজের কার্ড ট্যাগসহ সর্বমোট ৪,৬৫,০০০(চার লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকার গার্মেন্টস পন্য সহ ১। মোঃ কায়সার (৪৫), ২। মোঃ কাউছার(৪০), ৩। মোঃ আল আমিন (৩৮), ও ৪। মোঃ আনোয়ার (২৭)দের কে চোরাচালান পরিবহনের সময় হাতে নাতে আটক করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীসহ সহযোগি পলাতক আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং ০৮, তারিখ-১৩/০৫/২০২৫ইং, ধারা- The Special Power Act.1974, Sec-25B রুজু করা হয়েছে।