শ্রাবণ আহমেদ সুমন স্টাফ রিপোর্টার :
অদ্য ১৩/০৫/২০২৫ খ্রিঃ রোজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/আশিকুল হক রুনাল্ড ও সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী সাকিনস্থ মেঘনা রোডস্থ পিনাকী গার্মেন্টস সংলগ্ন জনৈক আমজাদ মিয়ার ভাঙ্গারির দোকানের সামনে অভিযান পরিচালানা করিয়া ০২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অভিযানিক দল সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক ইং-১২/০৫/২০২৫ তারিখ-২২.০৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেই। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে হেফাজতে নেয়। ধৃত আসামী ১। মোঃ ফারুক (৩৮) এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে ০২(দুই) টি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো পোটলা, যাহার একটিতে ১০০ (একশত) পিস ও অপরটিতে ৫০ (পঞ্চাশ) পিস মোট (১০০+৫০)=১৫০ (একশত পঞ্চাশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, এবং ধৃত আসামী ২। মোঃ উকিল (৩৬) এর দেহ তল্লাশী কালে তাহারও পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট হইতে ০১(এক) টি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো পোটলাতে ১০০ (একশত) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, উদ্ধার পূর্বক জব্দ করে। মাদক উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ)/আশিকুল হক রুনাল্ড বাদী হয়ে এজাহার দাখিল করিলে টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৫, তাং-১৩/০৫/২০২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) রুজু করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ঠিকানা ঃ- ১। মোঃ ফারুক (৩৮), পিতা-মোঃ ফয়েজ মিয়া, মাতা-রাশিদা বেগম, সাং-লেবুতলা, পোষ্ট-তারাকান্দি, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, এ/পি সাং-আরিচপুর পশ্চিম, গাজীবাড়ী পুকুরপার, মন্নু নগর, (আনোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ২। মোঃ উকিল (৩৬), পিতা-মোঃ ইউনুছ মন্ডল, মাতা-মোছাঃ বুলবুলি খাতুন, সাং-জয়নগর, কৈটোলা পশ্চিম পাড়া, থানা-বেড়া, জেলা-পাবনা, এ/পি সাং-বনমালা রেলগেইট সংলগ্ন, মওলানা ভাসানী রোড, (সাহেব আলীর বাড়ীর ভাড়াটিয়া), হোল্ডিং নং-৭৩, ওয়ার্ড নং-৪৮, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর উদ্ধারকৃত আলামতের বর্ণনা ঃ ১. ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন (২৫০দ্ধ০.১)=২৫ (পঁচিশ) গ্রাম, যাহার অবৈধ মূল্য অনুমান (২৫০দx৩০০)= ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা।