সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন
এসকর্ট সার্ভিস বা কল গার্ল সার্ভিস নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে নানান রকম ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে রয়েছে সুন্দরী নারীদের ছবি ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য। ওয়েবসাইটে দেয়া নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করলে যে কেউ অর্থের বিনিময় সুন্দরী মেয়েদের সাথে সময় কাটাতে পারবে। এই সকল তথ্য দেখে উঠতি বয়সী কিছু যুবক এদের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। সম্প্রতি গাজীপুর চৌরাস্তা এলাকার আশরাফুল ইসলাম নামে এক যুবক এই ধরনের এসকর্ট সার্ভিসের ফাঁদে পড়ে বড় অংকের অর্থ হারানোর অভিযোগ করেছে। জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকর্ট সার্ভিস এর বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে দেয়া ০১৬৪৭৩০৫১৬১ এই নাম্বারে যোগাযোগ করেন আশরাফুল ইসলাম। তারপর শুভ নামে এই ব্যক্তি বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দেখিয়ে আশরাফুল ইসলামকে অফার করে লং ড্রাইভে যাওয়া এবং একান্তে সময় কাটানোর বিনিময় ৪০ হাজার টাকা চাই শুভ। এই টাকার অর্ধেক অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি অর্ধেক কাজের সময় দিতে হবে। লোভে পড়ে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ০১৮৬৫৮৫৩৯৫৩ এই নাম্বারে বিশ হাজার টাকা পাঠিয়ে দেয় আশরাফুল ইসলাম। এরপর থেকেই শুরু হয় লুকোচুরির খেলা। এরপর আবারো অর্থ দাবী করে এবং বলে টাকা না দিলে ভিডিও কলে কথা বলার ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি ঢাকায় সিআইডির হাতে গ্রেফতার হয় এসকর্ট সার্ভিস প্রতারক দলের দুই সদস্য। এদের মারফত জানা যায় এরা দীর্ঘদিন যাবত এই ধরনের প্রতারণা করে আসছে। বিশেষ অ্যাপ ব্যবহার করে নারী কন্ঠে কথা বলে আকৃষ্ট করছে ঐ সকল যুবকদের। লোকলজ্জার ভয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েও আইনের সহযোগিতা চান না এই সুযোগে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নিঃস্ব হচ্ছে হাজারো উঠতি বয়সী যুবক।