• রবিবার, ১১ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডিবির অভিযানে এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ

৪৮টি মশালসহ ছাত্রদলের সদস্য সচিব আরিফুল আটকের ১ বছর

ময়মনসিংহ প্রতিনিধি: / ৩১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ‘ডামি নির্বাচন বাতিলের’ দাবিতে ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতিকালে সংগঠনটির  সদস্য সচিব আরিফুল হক (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর তারিখে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারের পুরাতন গরুর হাট সংলগ্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফুলপুর থানার এসআই (নিরস্ত্র) সুমনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৮টি মশালসহ আরিফুল হককে আটক করে থানায় নিয়ে যায়। বিরোধী নেতাকর্মীদের অভিযোগ, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার। তাদের দাবি, বর্তমান আওয়ামিলীগ সরকারের আমলে বিরোধী দল দমন অব্যাহত রয়েছে এবং ছাত্রদল নেতা আরিফুল হকের গ্রেফতার তারই অংশ।এ বিষয়ে ফুলপুর থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকটময় করে তুলবে। নাম প্রকাশে অনিচ্ছুক ফুলপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার জানান, ‘আমরা সবসময় গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করি। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পরিস্থিতি অনেক সময় কঠিন হয়ে যায়। বিরোধী দল যখন সরকারের বিরুদ্ধে উসকানিমূলক আন্দোলন করে, তখন প্রশাসনকে কঠোর হতে হয়। আরিফুল হকের ঘটনায় যা হয়েছে, তা পুরোপুরি পুলিশের দায়িত্ব। তবে আমি স্বীকার করি, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে কিছু কৌশল অবলম্বন করা হয়’এদিকে, বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে আরিফুল হকের নিঃশর্ত মুক্তি এবং রাজনৈতিক হয়রানির অবসান দাবি করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd