ঢাকা প্রতিনিধি :
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিন) বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব হাবিবুর রহমান প্রাং এর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তদারকিতে ডিবি টিম -১ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদারের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০৫/০৫/২৫ তারিখ রাত ২১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে
সিএমপি বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে জনৈক সিরাজ জমিদারের বাড়ির সামনে ময়লা স্তুপে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম সচল পিস্তল, ০১ (এক) টি ইংল্যান্ডের ওয়েবলীর তৈরি রিভলবার এবং ৩০ (ত্রিশ) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারপূর্বক একই তারিখ ২২:৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে গ্রহণ করে। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, উদ্ধারকৃত দুইটি পিস্তল ও গুলি গত ০৫ আগস্ট কোতোয়ালী থানার অস্ত্রাগার হতে লুন্ঠিত অস্ত্র-গুলি এবং অপর একটি রিভলবার সিএমপির যেকোনো থানার মালখানা হতে লুণ্ঠিত অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।