• রবিবার, ১১ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডিবির অভিযানে এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ গাজীপুরে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ০১ টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার জয়পুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা চন্দন গাজীপুরে বাসাবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন  ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন দল নেই : জিএমপি কমিশনার টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ

শ্রমিক দিবসে জোয়াফের আলোচনা সভা: নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার দাবিতে জোরালো আহ্বান

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন / ৩২ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জোয়াফের আলোচনা সভা: কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ । ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে অলাভজনক অনলাইন ভিত্তিক সংগঠন জোয়াফ একটি গুরুত্ববহ আলোচনা সভার আয়োজন করে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সামাজিক নিরাপত্তা শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয় ঢাকার জোয়ার সাহারায় একটি কনফারেন্স হলে, বিকেল ৪টায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা, নাগরিক সংগঠক ও পলিসি অ্যাক্টিভিস্টগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল শ্রমিকবান্ধব, বৈষম্যহীন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরা। জোয়াফের প্রেসিডেন্ট ফারহানা শারমিন সূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খান সেলিম রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত তিনি মিডিয়া কর্মীদের নিরাপত্তা বিষয়ে বলেন, সংবাদকর্মীরা এখন নানামুখী হুমকির মুখে। তাদের সুরক্ষায় আইনগত সহায়তা ও নিরাপদ কাজের পরিবেশ অপরিহার্য। তিনি আরো বলেন বর্তমান সময়ে সাংবাদিকেরা রাজনৈতিক চাপ, হুমকি, হয়রানি, ডিজিটাল নির্যাতন, এমনকি সহিংসতার সম্মুখীন হচ্ছেন। এতে তাঁদের পেশাগত স্বাধীনতা এবং সত্য প্রকাশের ক্ষমতা ব্যাহত হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন বা বিদ্যমান আইনগুলো আরও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন। এ ছাড়া, সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো থাকা উচিত। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কর্মস্থলে নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে যেন সাংবাদিকরা ভয়ভীতি ছাড়াই কাজ করতে পারেন। নুরুল হুদা ডিওক, প্রধান উপদেষ্টা, জোয়াফ তিনি বলেন বিপ্লব ও শ্রমিকদের অংশগ্রহণ বিষয়ে বলেন, শ্রমিকদের রাজনৈতিক ও সামাজিক নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। শিরিন চৌধুরী, সাধারণ সম্পাদক, জোয়াফ — বলেন “কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার অভাব ও করণীয়” শীর্ষক আলোচনায় তিনি বলেন, “নারী শ্রমিকদের জন্য পৃথক নিরাপত্তা নীতিমালা ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাধ্যতামূলক করা প্রয়োজন।”আজাদ খান ভাসানী, সদস্য সচিব, ভাসানী পরিষদ বলেন তৃণমূল শ্রমিকদের নিরাপত্তার বাস্তব চিত্র তুলে ধরেন এবং বলেন, বহু শ্রমিক এখনও শ্রম আইন সম্পর্কে অবগত নন, যা তাদের অধিকার ক্ষুন্ন করছে।তানিয়া ফেরদৌসী রব, সিনিয়র সভাপতি, জেএসডি রানা প্লাজা দিবস ও গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে বলেন, রানা প্লাজার মত দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য শ্রমিকদের কার্যকর ট্রেনিং ও ভবন নিরাপত্তা জরুরি। আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি, শ্রমিক মজলিস ও সৈয়দ মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি উভয়ে শ্রমিকদের অধিকার ও সম্মানজনক জীবনের জন্য রাষ্ট্রীয় ভূমিকার ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস সহ তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সবুজ সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ জোয়াফ এমন আলোচনা সভার মাধ্যমে তরুণ সমাজ ও নীতিনির্ধারকদের মধ্যে একটি সচেতন, দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যাশা করছে, যেখানে শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে।


More News Of This Category
bdit.com.bd