আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
চিকিৎসা শেষে বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার সকালে দলিয় কার্যলয়ে জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন এবং দীর্ঘ কয়েক মাস পর চিকিৎসা শেষে বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্য ভাবে দেশে ফিরার কারনে এই দোয় মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, এম এ ওয়াহাব, পৌর বিএনপি সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম বকুল, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারন সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদির আদনানসহ বিএনপি সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।