• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

৬০ বছরের পুরনো রাস্তায় দেয়াল, মই বেয়ে চলাচল বাসিন্দাদের

গাজীপুর প্রতিনিধি / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোল্লা মার্কেট এলাকায় ৬০ বছরের পুরনো একটি চলাচলের রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় পাঁচটি পরিবারের বাসিন্দারা। বাধ্য হয়ে তারা এখন মই বেয়ে যাতায়াত করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে মূল চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হঠাৎ করে প্রভাবশালী একটি মহল জায়গাটি নিজেদের দাবি করে দেয়াল তুলে দেয়। এতে এলাকার বৃদ্ধ, নারী ও শিশুরা মারাত্মকভাবে চলাচল সংকটে পড়েছেন। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, স্কুলগামী শিশু এবং কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ (৫৫) অভিযোগ করে জানান, প্রতিবেশী মোসাঃ কাজল আক্তার তিশা ও তাঁর সহযোগীরা প্রায় পাঁচ ফুট প্রস্থের চলাচলের রাস্তা দখল করে দেয়াল তুলেছেন। এতে তাঁর পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে।হারুন অর রশিদের দাবি, অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। প্রায় ১৫ দিন আগে তাঁরা রাস্তার উপর প্রাচীর তুলে দেন, ফলে এলাকার অন্যান্য পরিবারের চলাচলও ব্যাহত হচ্ছে। এ ঘটনায় তিনি বাসন থানায় লিখিত অভিযোগ দাখিল করে নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ বা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত দেয়াল অপসারণ করে রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd