• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা সেই পুলিশ কমিশনার বরখাস্ত বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা গাজীপুরের পূবাইলে ভূমিদস্যু মোঃ আলম শিকদার ও শাহাদাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের বদলি, নিয়োগ পেলেন আজাদ জাহান গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন গাজীপুর জেলা কমিটি অনুমোদন গাজীপুরের বোর্ড বাজারে সিকোইয়া ক্যাপিটাল কোম্পানি’র শাখা অফিস শুভ উদ্ভোধন গাজীপুরে ৭ইং নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ঘিরে বাসন থানা বিএনপির জনস্রোত পত্নীতলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কর্নেল লুৎফর

সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা-পরা অবস্থায় গাব গাছের নিচে শুয়ে রয়েছেন তিনি! নেটিজেনদের ধারণা, অভিনেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আবার কেউ জানতে চেয়েছেন ছড়িয়ে পড়া ছবিগুলো আসল নাকি কোনো শুটিংয়ের? ছড়িয়ে পড়া ছবির ব্যক্তিটি সমু চৌধুরী বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানালেন, খবর পেয়ে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে অভিনেতাকে উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি গান শুনতে গিয়েছিলেন বলে জানা গেছে। অপু বলেন, ‘সমু দাদাকে পাওয়া গেছে। তিনি কিছুটা অসুস্থ। আমরা গফরগাঁওয়ের পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব, এরপর ঢাকায় এলে বাকি ঘটনা জানতে পারব।’ এ ছাড়াও ফেসবুকের এক পোস্টে রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ-খবর নেওয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে। আমরা সবাই সমুদার জন্য দোয়া করি।’ প্রসঙ্গত, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।

 


More News Of This Category
bdit.com.bd