নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর গাজীপুর মহানগর শাখা কমিটির কার্যনির্বাহী পরিষদের সাধারন সভা ও ২০২৫-২৭ ইং সনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক পিয়াল অধিকারী নির্বাচিত। ১৫ই আগস্ট শুক্রবার গাজীপুর সদর মেট্রো থানাধী পশ্চিম বিলাসপুর গ্রেস,জে স্কুল প্রাঙ্গনে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগরের প্রায় অর্ধশত চার্চ প্রতিনিধিবৃন্দ। সকাল ১০টায় খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুযায়ী প্রার্থনা এবং আরাধনার মধ্যদিয়ে নির্বাচনী কর্যক্রম শুরু করেন প্রধান নির্বাচন কমিশন রেভাঃ সুভাষ বালা।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের মধ্য ১৭টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় ১৭ জন প্রর্থীকে বিজয়ী ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশন। এবং নির্বাহী সদস্য পদে তিনটি পদ খালি থাকায় সরাসরি হাউজ থেকে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে নির্বাচিত করা হয়। সাধারন সম্পাদক পদে দুই জন প্রতিযোগী থাকায় চার্চ প্রতিনিধিরা সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন, এতে মোট ৬৯টি ভোটের মধ্যে ৫৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বচিত হন পিয়াল অধিকারী। উল্লেখ গত ১২ই জুন ২০২৫ তারিখে প্রধান নির্বাচন কমিশন রেভাঃসুভাষ বালা কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী প্রতি চার্চ থেকে দুই জন প্রতিনিধি ভোটাধীকার প্রয়োগ করেন।কার্যনির্বাহী পরিষদের অন্যান্য হলেন, সিনিয়র সহ-সভাপতিঃ মিঃ লিংকন সেন, সহ-সভাপতিঃ মিঃ পিউজ জর্জ পালমা, সহ-সাধারণ সম্পাদকঃ মিঃ সাংবাদিক বিপুল বৈরাগী, মহিলা সম্পাদিকাঃ মিসেস শিল্পী বোস,সাংগঠনিক সম্পাদকঃ মিঃ এস, রনি বিশ্বাস,সহ-সাংগঠনিক সম্পাদকঃ পাস্টর মোফাজ্জল হোসেন,ট্রেজারারঃ পাস্টর স্বপন ফলিয়া,দপ্তর সম্পাদকঃ মিঃ অপূর্ব ঘরামী,সমাজ কল্যাণ সম্পাদকঃ পাস্টর প্রভাস বর্মন,প্রচার সম্পাদকঃ মেজর বাসুদেব সরকার,নির্বাহী সদস্যঃ মিঃ জন প্রনব ত্রিপুরা, নির্বাহী সদস্যঃ মিসেস জয়া রোজারিও,নির্বাহী সদস্যঃ মিঃ দিলীপ টমাস কস্তা,নির্বাহী সদস্যঃ ডিকন জয়দেব বর্মন,নির্বাহী সদস্যঃ মিঃ আন্দ্রীয় মজুমদার,নির্বাহী সদস্যঃ মিঃ দিপক বিশ্বাস,আগষ্টিন হাওলাদার, নীল রতন বৈরাগী,আগষ্টিন পলাশ মিস্ত্রি।