• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী খুন নওগাঁর ধামইরহাট শিমুলতলী এলাকায় দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে” মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা ” হতে চান কবি অথই নূরুল আমিন। গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে নগদ পয়েন্ট এ লুটের  মূলহোতা রবিউল গ্রেফতার পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ধর্ষণের অভিযোগের সহযোগিতা করতে গিয়ে হেনস্তা: কোনাবাড়ী থানায় ওসির হাতে লাঞ্ছিত ও সাংবাদিকদের গায়ে হাত বিএনপির এক নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সিএমপির ইপিজেড থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১৬৮ বোতল বিদেশী মদ ও ০১টি মাইক্রোবাস সহ ০১ জন গ্রেফতার ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবির জালে ধরা আরো ১১ জন

বাঘিয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি ২০১১ ব্যাচ এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা

টুটুল তালুকদার, গাজীপুর / / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

টুটুল তালুকদার, গাজীপুর :

রোজ বুধবার ২৬ মার্চ ২০২৫ ইং তারিখ ২৫ তম রমজান বাঘিয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি ২০১১ ব্যাচ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত (১) মো. রায়হান মোল্লা (২) মো.ফয়সাল খান (৩) মো. খোরশেদ আলম (৪) মো. এমদাদুল হক (৫) মো. মাসুম মন্ডল (৬) মো. আসাদুল ইসলাম (৭) মো. সোহাগ হাসান (৮) মো. শরিফ হোসাইন (৯) মো. জুয়েল খান (১০) মো. টুটুল তালুকদার (১১) মো. মিলন হোসেন (১২) মো. আলমগীর হোসেন (১৩) মো. শাওন হাসনাত (১৪) মো. কে এম শাকিল আহমেদ (১৫) মো. ফারুক আহমেদ (জয়) (১৬) মো. সিরাজ (১৭) মো. আমির খান (১৮) মো. রাসেল হোসেন (১৯) মো. অমিত ইসলাম (২০) মো. তানজিম সরকার (শাকিল) (২১) মো. শাহেদুল ইসলাম (২২) মো. মিনহাজ মিলন (২৩) মো. SM শাওন (২৪) মো. আল-আমিন হোসাইন (২৫) মো. নাদিম হোসাইন (২৬) মো. সোহাগ রানা (২৭) মো. রাজন (২৮) মো. সুমন (২৯) মো. রুবেল হোসেন (৩০) মো. মোবারক হোসেন (৩১) মো. সারোয়ার বিন আহমেদ (৩২) মো. নাঈম খান (৩৩) মো. আমির আহমেদ (৩৪) মো. হাফিজ আল ফারাবি (৩৫) মো. রবিন বরকত উল্লাহ (৩৬) মো. রসূল ইসলাম সাব্বির (৩৭) মো. নাসির হোসেন (৩৮) মো. রাসেদুল ইসলাম (৩৯) মো. মিঠুন হাওলাদার (৪০) মো. নাহিদ খান (৪১) মো. শাহাদাৎ হোসেন (৪২) মো. দোলন খান (৪৩) মো. আল-আমিন (৪৪) মো. শিকদার পাপ্পু (৪৫) মো. ইমরান হোসেন রাজ রাকিব (৪৬) মো. রাকিব হোসাইন (৪৭) মো. তারেক (৪৮) মো. শাকিল সরকার (৪৯) মো. স্বপন (৫০) মো. শেখ সজীব (৫১) মো. শাকিল হোসাইন রিদয় (৫২) মো. রুবেল (৫৩) মো. রাজু (৫৪) মো. আরিফ (৫৫) মো. সাখাওয়াত (৫৬) মো. হেলাল খান (৫৭) মো. পারভেজ (৫৮) মো. জামিল মন্ডল (৫৯) মো. শামসু খান (৬০) মো. সুমন রানা (৬১) মো. সোলাইমান ফরাসি (৬২) মো. রোকন (৬৩) মো. সবুজ (৬৪) মো. মাফুজ (৬৫) মো. ইমরান ২০১১ ব্যাচ এর ছাত্র।

ইফতার শেষ করে সকলে ছবি তোলায় ব্যাস্ত এবং কি কোন এক যায়গায় ট্রুর দেওয়া কথা হয়েছে স্থান এখনো ঠিক করা হয়নি। দ্রুত স্থান ঠিক করবে সকলে মিলে এবং কি গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ২০১১ ব্যাচ এর পক্ষ থেকে কোরবানি ঈদে পরে সকলকে ট্রুরে যাওয়ার জন্য আহবান জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, বাঘিয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি ২০১১ ব্যাচ। দৈনিক সময়ের ডাক এক সাক্ষাৎকারে ২০১১ ব্যাচ এর ছাত্র মো.রাসেদ খান বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহা খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি সমৃদ্ধ ও আনন্দের ধারা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল ফিতর। সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে চাঁদ রাত থেকেই শুরু হয় ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম পরিশুদ্ধর ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঘিয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি ২০১১ ব্যাচ এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ” ঈদ মোবারক “


More News Of This Category
bdit.com.bd