স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা পুলিশের উদ্যোগে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নাটোর জেলার বড়াইগ্রাম এলাকা থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, কোনাবাড়ী থানার এসআই তাইম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন রামাগাড়ি এলাকা থেকে ভিকটিম মোছা. মিতা খাতুন-কে উদ্ধার করেন। উদ্ধারকৃত মিতা খাতুনের পিতা মো. আলাউদ্দিন প্রামাণিক ও মাতা আলেয়া বেগম, উভয়েই নাটোর জেলার বড়াইগ্রাম থানার রামাগাড়ি গ্রামের বাসিন্দা। নিখোঁজ সংক্রান্ত জিডি করার পর কোনাবাড়ী থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে এসআই তাইম ও তার দল ঘটনাস্থলে গিয়ে সফলভাবে তাকে উদ্ধার করেন। কোনাবাড়ী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।