নিজস্ব প্রতিবেদক :
অদ্য ০১-০৭-২০২৫ খ্রিঃ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ট্রাফিকের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কল্যাণ সভায় কমিশনার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তার বক্তব্যে ট্রাফিক সদস্যদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে সেবার মান আরও উন্নতি করনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ ট্রাফিকের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।