• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা সেই পুলিশ কমিশনার বরখাস্ত বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা মাসিক মিটিং ও আলোচনা সভা গাজীপুরের পূবাইলে ভূমিদস্যু মোঃ আলম শিকদার ও শাহাদাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের বদলি, নিয়োগ পেলেন আজাদ জাহান গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন গাজীপুর জেলা কমিটি অনুমোদন গাজীপুরের বোর্ড বাজারে সিকোইয়া ক্যাপিটাল কোম্পানি’র শাখা অফিস শুভ উদ্ভোধন গাজীপুরে ৭ইং নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ঘিরে বাসন থানা বিএনপির জনস্রোত পত্নীতলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কর্নেল লুৎফর

গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

টুটুল তালুকদার, গাজীপুর / ৯৪ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

টুটুল তালুকদার, গাজীপুর :

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১লা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে। গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা মহানগরের বিভিন্ন থানার শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকদের উপস্থিতিতে, চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন গাড়িতে করে মে দিবসের শ্রমিক র‌্যালি বের করে কোনাবাড়ী ট্রাকস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে আবারো চান্দনা চৌরাস্তায় এসে শেষ করে। মে দিবসের র‌্যালি ও সমাবেশে গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রো থানার (সভাপতি) মোঃ ইসরাফিল হোসেন রনি সভাপতিত্বে (সাধারণ-সম্পাদক) মোঃ মোনায়েম হোসেন আজম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান মামুন। প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়। এ দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে এনেছে। মালিক-শ্রমিকদের সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। মে দিবসে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান রিন্টু, (সভাপতি) ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা কমিটি। আলহাজ্ব আবুল কাসেম, (সাধারণ সম্পাদক) ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা কমিটি। সাজেদুল ইসলাম সেলিম সভাপতি গাজীপুর মহানগর সহ জেলা, মহানগরের বিভিন্ন থানার শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd